

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে ৩০ মাওবাদী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাজ্যের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, ভারতীয় কমান্ডোরা গুলি চালিয়ে কমপক্ষে ৩০ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেছেন।
ছত্তিশগড় রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বন্দুকযুদ্ধে ২৫ জনের বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। মাও বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যের নারায়ণপুর জেলার প্রত্যন্ত ও গভীর এক জঙ্গলের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের ওই জঙ্গলে উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা গুলি চালালে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। তবে এ সংঘর্ষে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পুলিশ জানিয়েছে, সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে। কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে সেনা এবং বেসামরিক নাগরিকসহ ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকার নিয়ন্ত্রণ ১৫ থেকে ২০ হাজার মাওবাদী যোদ্ধার হাতে ছিল।
মন্তব্য করুন