

অবশেষে টটেনহাম হটস্পারের অপেক্ষার পালা শেষ হলো। ১৭ বছর পর ট্রফি জিতেছে দলটি। বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টটেনহাম। একমাত্র গোলটি করেন ব্রেনান জনসন।
শেষবার ট্রফি জিতেছিল টটেনহাম ২০০৮ সালে। এরপর টানা ১৭ বছরের খরা। বুধবার রাতে ইউরোপা লিগের ফাইনালে জিতেছে টটেনহাম। ২০০৮ সালে ইংলিশ লিগ কাপ জিতেছিল ক্লাবটি। তারপর বড় ট্রফি এটাই। ১৯৮৪ সালে টটেনহাম জিতেছিল উয়েফা কাপ। এখনকার ইউরোপা লিগের সমান। সেই হিসাবে ৪১ বছর পর ইউরোপা লিগ জিতেছে টটেনহাম। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের ৪২তম মিনিটে। গোলদাতা ব্রেনান জনসনের প্রথম প্রচেষ্টা প্রতিপক্ষ ডিফেন্ডার লুক শয়ের গায়ে লেগে ফিরে এলেও দ্বিতীয়বার আর ভুল করেননি। ওয়েলস উইঙ্গার কাছের পোস্ট দিয়ে গোলকিপার ওনানাকে পরাস্ত করেন। দ্বিতীয়ার্ধ জুড়ে ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালায় ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ তৈরি করেছিলেন হয়লুন্ড, লুক শ ও গারনাচোরা। তবে গোলপোস্টের সামনে টটেনহামের দৃঢ় প্রতিরক্ষা হয়ে দাঁড়িয়েছিলেন গোলকিপার ভিকারিও। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন সাদা জার্সিধারীরা। মৌসুমের শুরুতে দলের কোচ অ্যাঞ্জ পোস্টেকোগ্লু বলেছিলেন, দ্বিতীয় মৌসুমে তিনি সবসময় কিছু না কিছু জেতেন। বুধবার সেটিই বাস্তবে রূপ পেয়েছে। অন্যদিকে, হতাশার রাত পার করল ইউনাইটেড। খেলার নিয়ন্ত্রণে থাকলেও কাজের কাজটি করতে পারেনি তারা। কোচ রুবেন আমোরিমের জন্য এ হার নিঃসন্দেহে কঠিন ধাক্কা। তার পদত্যাগের দাবিও উঠছে। মাস কয়েক আগে ম্যানইউর দায়িত্ব নিয়েও হাল ফেরাতে পারেননি পর্তুগিজ কোচ আমোরিম। তবে বুধবার হারলেও ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে নারাজ তিনি। ম্যাচের পর বলেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে কথা বলব না। আগে আজ (বুধবার) ম্যাচ হারের যে ব্যথা, সেটা সামলাতে দিন। আমরাই ভালো খেলেছি। ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা করেছে ছেলেরা।’ ম্যাচে একাধিকবার সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ম্যানইউ। কাজে লাগাতে পারেনি তারা। তবে রক্ষণাত্মক ফুটবল খেলেছে দুই দল। কেউই ম্যাচে প্রচুর সুযোগ তৈরি করতে পারেননি। তবে ইউরোপা লিগ জিতে পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে টটেনহাম। শিরোপা জয়ের আমেজ নিয়ে তারা এখন প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলবে ব্রাইটনের বিপক্ষে। আর ম্যানচেস্টার ইউনাইটেড শেষদিনে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার টটেনহাম ও ম্যানইউ দুই দলেরই অবস্থা খারাপ। বুধবার পর্যন্ত লিগ টেবিলে ম্যানইউ ১৬ এবং টটেনহাম ১৭ নম্বরে রয়েছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বাজে অবস্থা ইউরোপা লিগে হয়নি দুই দলের। এই লিগে দুই দলই ভালো খেলেছে। ইউরোপা লিগে টটেনহাম ১০টি ম্যাচ জিতেছে। তিনটি ড্র করেছে। আর হেরেছে দুটি ম্যাচে। উয়েফা কাপ এবং ইউরোপা লিগ মিলিয়ে টটেনহামের চেয়ে বেশি জয় কারও নেই। ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় তারা ৯৮টি ম্যাচ জিতেছে। চলতি বছর টটেনহামের ভাগ্য ফিরলেও ব্যর্থতার তিমিরেই বন্দি রয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই অ্যালেক্স ফার্গুসনের আমল শেষ হওয়ার পর ইংলিশ ক্লাবটি আর বড় কোনো শিরোপা জেতেনি। কবে জিতবে, তারও কোনো ঠিক নেই।
মন্তব্য করুন